AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে প্রধান শিক্ষককে হেনস্থা করার প্রতিবাদে ক্লাস বর্জন, বিক্ষোভ ও মানববন্ধন



সরিষাবাড়ীতে প্রধান শিক্ষককে হেনস্থা করার প্রতিবাদে ক্লাস বর্জন, বিক্ষোভ ও মানববন্ধন

রৌহা নান্দিনা চুনিয়াপটল (আরএনসি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারাত্মকভাবে হেনস্থা করার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের রৌহা নান্দিনা চুনিয়াপটল (আরএনসি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসি, চুনিয়াপটল গ্রামের মনোহর ফকিরের ছেলে, ১০ম শ্রেণীর শিক্ষার্থী ইউসুফ আলীকে তার বাবা-মাকে স্কুলে পাঠাতে বলেন। কিন্তু ইউসুফ তার অভিভাবকদের আনতে অস্বীকার করলে শিক্ষক ও ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই শিক্ষার্থী প্রধান শিক্ষককে হেনস্থা করে।

এমন ন্যাক্কারজনক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি রৌহা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে সেখানে মানববন্ধন করে।

বিক্ষোভকারীরা দাবি করেন, প্রধান শিক্ষককে হেনস্থা করা ওই শিক্ষার্থীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে এ ধরনের ঘটনা বারংবার ঘটবে। ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কারসহ আইনের আওতায় আনা প্রয়োজন।

প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও অরুণ কুমার সাহা বলেন, “অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

এ বিষয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসি জানান, ওই শিক্ষার্থীর অভিভাবককে স্কুলে আসতে বললে সে তাদের আনতে পারেনি। এছাড়াও সাতটি বিষয়ে ফেল করেছে এবং স্কুল ড্রেসও পড়েনি। এসব বিষয় বলাতেই ইউসুফ তার সঙ্গে খারাপ আচরণ করেছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ বলেন, বিক্ষোভের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং আশ্বাস দেন, ওই শিক্ষার্থীর চূড়ান্ত বিচার করা হবে। এরপর শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।

 

একুশে সংবাদ/জা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!