সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) রাতে উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় এই ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও দুইজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, কাজিপুর উপজেলার চর এলাকা থেকে ৫-৬ জনের একটি চক্র নৌকায় করে গরু চুরি করে পালাচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা আরেকটি নৌকা নিয়ে চোরদের গতিরোধ করে। নৌকায় পা বাঁধা অবস্থায় কয়েকটি গরু দেখতে পেয়ে উত্তেজিত জনতা তাদের চোর সন্দেহে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। বাকিরা পালিয়ে যায়।
সোমবার (৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “রাতে যমুনা নদী পার হওয়ার সময় গরুসহ চোরচক্রটিকে আটক করে স্থানীয়রা। নৌকার ভেতর বাঁধা অবস্থায় গরুগুলো দেখতে পেয়ে উত্তেজিত জনতা তাদের মারধর করে। এতে দুইজনের মৃত্যু হয়।”
মরদেহ দুটি সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ তদন্ত করছে।”
একুশে সংবাদ/সি.প্র/এ.জে