নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নাদিয়া আক্তার লীনা (২৫) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাসুর রবিউল হাসান ওরফে আবিরের বিরুদ্ধে। নিহত নাদিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কানুরামপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে এবং কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী।
রোববার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার একটি নির্জন বিলে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার দুই ঘণ্টা পর সকাল ৯টার দিকে ঘাতক ভাসুর রবিউল হাসান আবির রক্তমাখা ধারালো অস্ত্রসহ নিজেই বন্দর থানায় আত্মসমর্পণ করে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাদিয়া আক্তার লীনার এটি চতুর্থ বিয়ে ছিল। স্বামী রাসেল প্রবাসে থাকেন। ঘাতক আবিরের মা এক সময় ব্যবসার জন্য ব্র্যাক ব্যাংক থেকে ৪ লাখ টাকা ঋণ গ্রহণ করেন এবং সেই টাকা ছোট ছেলে রাসেল ও পুত্রবধূ নাদিয়ার হাতে তুলে দেন। রাসেল সেই ঋণ পরিশোধ না করে বিদেশে পাড়ি জমান। পরে ব্যাংক কর্তৃপক্ষ জামিনদার হিসেবে বড় ভাই রবিউল হাসানের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে। এ নিয়ে আবির ও নাদিয়ার মধ্যে বিরোধ শুরু হয়।
এই বিরোধের জের ধরেই রবিউল হাসান আবির রোববার সকালে নাদিয়াকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে নির্জন বিলে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর ব্যবহৃত ধারালো অস্ত্রসহ থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে।
এ বিষয়ে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।”
একুশে সংবাদ/না.প্র/এ.জে