সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে আব্দুল মোনেম কোম্পানির মালবাহী একটি ট্রাক উল্টে চালক নিহত ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মাসুদ মোল্লা (৪০), তিনি শরিয়তপুর জেলার বাসিন্দা। আহত হেলপার রাসেল (২৭) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, দুপুরে ঘুড়কা বাজার এলাকা অতিক্রম করছিল ট্রাকটি। এ সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল হঠাৎ সামনে চলে আসে। মোটরসাইকেলটিকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে উল্টে যায়। এতে চালক মাসুদ মোল্লা কেবিনে আটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে হেলপার রাসেলকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালকের মরদেহ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তাঁরা মহাসড়কে দ্রুতগামী যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে