AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে কলেজের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৬:৩২ পিএম, ৩ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে কলেজের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শাহনেয়ামতুল্লাহ কলেজের সীমানা প্রাচীর ভেঙে কলেজের লিজকৃত জমির মধ্য দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা ও সেই অধিগ্রহণ বন্ধের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে কলেজের ভেতর দিয়ে রাস্তা নির্মাণের তীব্র প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় কিছু রাজনৈতিক নেতার চক্রান্তে কলেজের সীমানা প্রাচীর ভেঙে কলেজের মধ্য দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। কলেজের মধ্যে রাস্তা হলে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। তাই প্রশাসনকে দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান ডন, প্রভাষক নওসাবাহ নওরীন নেহা, মুহাম্মদ ফারহাত হোসাইন, জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থী আবু বক্কর, নওয়াব শরীফ মারুফ ও উৎস আসিফসহ অন্যানারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!