AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবচরে হাজী কাচ্চি ঘরের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ



শিবচরে হাজী কাচ্চি ঘরের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় ‘হাজী কাচ্চি ঘর’-এর বিরিয়ানিতে গরুর মাংসের পরিবর্তে অন্য কোনো প্রাণীর মাংস খাওয়ানোর অভিযোগ তুলে একটি গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

কোনো তথ্যপ্রমাণ ছাড়াই গত ২৮ জুলাই (সোমবার) ফেসবুকে এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার পাঁচ্চর স্ট্যান্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. সুজাল হোসেন।

তিনি বলেন, “গত ২৮ জুলাই আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। অনেকেই তা নিজ নিজ আইডি ও গ্রুপে শেয়ার করে। যা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা গত ছয় বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। কিছু দুষ্কৃতকারী আমাদের সুনাম ক্ষুণ্ন করতে এসব গুজব ছড়িয়েছে।”

তিনি আরও জানান, “আমরা মাদবরচর থেকে অনুমোদিত গরুর মাংস কিনে আনি এবং প্রতিনিয়ত মান নিয়ন্ত্রণে সচেষ্ট থাকি। অন্য কোনো প্রাণীর মাংস খাওয়ানোর অভিযোগ আমি শতভাগ চ্যালেঞ্জ নিয়ে অস্বীকার করছি।”

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও নিয়মিত ভোক্তারাও অভিযোগটি ভিত্তিহীন বলে জানিয়েছেন। তারা বলেন, “আমরা নিয়মিত হাজী কাচ্চি ঘরের খাবার খাই এবং পরিবারের জন্যও নিয়ে যাই। এমন অভিযোগ কখনও বিশ্বাসযোগ্য মনে হয়নি।”

স্থানীয়দের মতে, গুজবটি পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। তারা এর সুষ্ঠু তদন্ত ও গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!