ঝালকাঠি পৌর শহরের কেফায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরার অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। তার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করেন তারা।
রোববার (৩ আগস্ট) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওই বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও পরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক নিয়মিতভাবে অভিভাবকদের সঙ্গে অসদাচরণ করেন এবং শিক্ষার্থীদের নিজ বিদ্যালয়ে না রেখে পার্শ্ববর্তী বিদ্যালয়ে পাঠিয়ে দেন। এছাড়া বিদ্যালয়ে বিভিন্ন বরাদ্দের অর্থ নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। বক্তারা প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে বলেন, দাবি না মানা হলে তারা সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ রাখবেন।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করেন। এতে সবুজ খান, আবুল হোসেন খান, মুসফিক খান, ইলিয়াস পঞ্চায়েত ও মিরাজ হাওলাদারসহ আরও অনেকে বক্তব্য দেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরা অভিযোগগুলো অস্বীকার করে বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. শাহিনুল ইসলাম মজুমদার জানান, “দুই দিন আগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে