ভৈরব রেলওয়ে জংশন স্টেশন থেকে লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকসসহ মীর রাতুল (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটককৃত রাতুল ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকার মীর ফেরদৌস মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চোরাচালান সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
একই দিনে নরসিংদী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ধারালো ছুরি দেখিয়ে যাত্রীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সুমন ও ফয়সল নামে দুই যুবককে গ্রেফতার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি থানার পুলিশ। এছাড়া ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাঈদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে এক ব্যক্তি ভারতীয় চোরাচালান পণ্য নিয়ে আসছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে রেলস্টেশনের ওভারব্রিজের নিচে তিনটি কার্টনে থাকা পণ্যসহ মীর রাতুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর ভারতীয় পণ্যের বিষয়টি নিশ্চিত হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য এক লাখ টাকার বেশি।
অন্যদিকে শনিবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে নরসিংদী রেলস্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সুমন ও ফয়সল নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে