AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে দাফনের দুই মাস ২৩ দিন পর বৃদ্ধ মফিজ উদ্দিনের লাশ উত্তোলন


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৪:৫৬ পিএম, ৩ আগস্ট, ২০২৫

শ্রীপুরে দাফনের দুই মাস ২৩ দিন পর বৃদ্ধ মফিজ উদ্দিনের লাশ উত্তোলন

দাফনের দুই মাস ২৩ দিন পর আদালতের নির্দেশে গাজীপুরের শ্রীপুরে বৃদ্ধ মফিজ উদ্দিনের (৭২) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রোববার (৩ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামে পারিবারিক কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল এবং শ্রীপুর থানা পুলিশের সদস্যরা।

নিহত মফিজ উদ্দিন দক্ষিণ বারতোপা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১১ মে বিকেলে প্রতিপক্ষ একই গ্রামের মৃত এখলাস উদ্দিনের ছেলে আজাহার সিকদার, এহসান সিকদার, আব্দুল কাদির সিকদার, শাহ আলমসহ কয়েকজন বৃদ্ধ মফিজ উদ্দিনের বাড়িতে গিয়ে তাকে মারধর করে। আহত অবস্থায় স্বজনেরা তাকে মাওনা চৌরাস্তা নোভা হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন ১২ মে কোনো ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার পরে নিহতের পুত্রবধূ পারভীন আক্তার ৯ জনের নাম উল্লেখ করে গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার শ্বশুরকে মারধর করে হত্যা করেছে। আদালতের নির্দেশে লাশ উত্তোলনের পর পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!