চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী তানজিলা বেগম হত্যা মামলায় স্বামী মধু মিয়াকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৩ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মধু মিয়া শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে। নিহত তানজিলা একই ইউনিয়নের মশিউর রহমানের মেয়ে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে স্ত্রী তানজিলাকে গলা কেটে হত্যা করেন মধু মিয়া। পরদিন নিহতের ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক মো. আব্দুল মালেক ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে