AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে ‘প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস’ উদযাপন


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৭:৪৪ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫

পবিপ্রবিতে ‘প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস’ উদযাপন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে রোববার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। “প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস” শীর্ষক এ আয়োজনকে ঘিরে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সকাল সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হকের সভাপতিত্বে এবং ইএসডিএম অনুষদের সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বরিশালে এক সেমিনারে অংশ নেওয়ায় তার পক্ষে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন তিনি।

প্রধান অতিথি উপ-উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “প্লাস্টিক দূষণ আজ বিশ্বব্যাপী এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। পরিবেশ, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্য রক্ষায় আমাদের সবাইকে প্লাস্টিক ব্যবহারে সংযমী হতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীরা সারা দেশের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, ইউনিডো বাংলাদেশ-এর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর সত্যরঞ্জন ভট্টাচার্য এবং পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিল।

ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুল লতিফ বলেন, “পরিবেশ সংরক্ষণ শুধু একটি দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্যও। তরুণ প্রজন্মকে ছোটবেলা থেকেই সচেতন করা গেলে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব। বিশ্ববিদ্যালয় পরিবার আজ সেই অঙ্গীকারই প্রকাশ করছে।”

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশ রক্ষার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে—পবিপ্রবি কেবল উচ্চশিক্ষার কেন্দ্র নয়, এটি সমাজ পরিবর্তনেরও অগ্রদূত।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আলমগীর কবির। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী র‌্যালি, শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়, অতিথি বক্তাদের আলোচনা, সচেতনতামূলক কার্যক্রম এবং ক্যাম্পাস পরিচ্ছন্নতা উদ্যোগ।

জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো), টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কর্মসূচি এবং নরওয়ে সরকারের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি বিশ্ববিদ্যালয় পরিবারে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠান আয়োজন করে “প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস উদযাপন কমিটি।”

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

Link copied!