AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে পৃথকভাবে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, শুভেচ্ছা বিনিময়


Ekushey Sangbad
মো. হুমায়ুন কবির, গৌরীপুর, ময়মনসিংহ
০৪:১২ পিএম, ২ অক্টোবর, ২০২৫

গৌরীপুরে পৃথকভাবে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, শুভেচ্ছা বিনিময়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঘোষিত ৩২ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গৌরীপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পৃথকভাবে পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তারা পূজা উদযাপন পরিষদ, ভক্ত ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

গত তিন দিনে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে অংশ নেন। গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণ ও সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আজিজুল হক পৃথকভাবে পূজা মণ্ডপ পরিদর্শন করেন। একইভাবে পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস ও সদস্য সচিব সুজিত কুমার দাস নিজ নিজ টিম নিয়ে মণ্ডপে যান।

এছাড়া কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি সাবেক ভিপি শামছুল হক শামছু, উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েল, ড্যাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুস সেলিম, উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান মাফুজ, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুন্সীও পৃথকভাবে মণ্ডপ পরিদর্শন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণ বলেন— “ধর্ম যার যার, উৎসব সবার। তারেক রহমানের ৩২ দফা কর্মসূচি বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আমরা অক্ষুণ্ণ রাখব।”

পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস বলেন— “আমরা পৃথকভাবে মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানিয়েছি, যাতে প্রত্যেক পূজা মণ্ডপে বিএনপির পক্ষ থেকে আন্তরিকতার বার্তা পৌঁছায়।”

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন বলেন— “তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠছে নতুন বাংলাদেশ। গণতন্ত্র ও ধর্মীয় সম্প্রীতি—এই দুটিই আমাদের সংগ্রামের অংশ।”

নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজার সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!