গাজীপুরের কাপাসিয়ায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পাঁচুয়া বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকার নুর আলমের ছেলে মাহিন (১৬)। অপরজনের বয়স আনুমানিক ৩০ বছর হলেও, এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিষয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ জানান, পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে একটি ছোট নৌকায় করে পাঁচুয়া বিলে যান। এ সময় নৌকাটি হঠাৎ ভারসাম্য হারিয়ে কাত হয়ে গেলে দুইজন পানিতে পড়ে তলিয়ে যান।
প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসেন। ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় এবং অন্যজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহিনের চাচাতো ভাই মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাহিনের মৃত্যুর খবর নিশ্চিত হই। তার সঙ্গে থাকা অপরজনও মারা গেছেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে