রাজশাহীর তানোরে “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)” প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে লোকমোর্চা (সিভিক ফোরাম) কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টায় ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে পৌর শহরের অর্কিড স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন তানোর উপজেলা প্রেসক্লাব চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কমিটির দায়িত্ব-কর্তব্য তুলে ধরে সভা পরিচালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর সুদেশ চন্দ্র। সভায় সভাপতিত্ব করেন তানোর প্রেসক্লাবের ক্যাশিয়ার ও সিনিয়র সাংবাদিক ইমরান হোসেন।
তিনি বলেন, “ইউনিয়ন পর্যায়ের লোকমোর্চাগুলো তৃণমূল জনগণের সমস্যা চিহ্নিত করে তা উপজেলা পর্যায়ে এডভোকেসির মাধ্যমে সমাধানে ভূমিকা রাখবে।” একইসঙ্গে তিনি প্রকল্প বাস্তবায়নে ডাসকো ফাউন্ডেশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—তানোর প্রেসক্লাব সদস্য ও গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, তানোর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন, ইউনিয়ন পর্যায়ের লোকমোর্চা প্রতিনিধিসহ যুব প্রতিনিধি, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ২৫ সদস্যের একটি উপজেলা সিভিক ফোরাম (লোকমোর্চা) কমিটি গঠন করা হয়। এতে মফিজ উদ্দিনকে চেয়ারম্যান, ইমরান হোসেনকে ভাইস চেয়ারম্যান, রেজিয়া বেগমকে মহিলা ভাইস চেয়ারম্যান, মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক এবং শ্যামলী খাতুনকে যুগ্ম সম্পাদক করা হয়। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে টিপু সুলতান, মিজানুর রহমান, আব্দুস সবুর, বকুল হোসেন ও সারোয়ার হোসেনসহ আরও ১৫ জনের নাম ঘোষণা করা হয়।
আলোচনায় বক্তারা আশা প্রকাশ করেন, গেটকা প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা এবং লিঙ্গ বৈষম্য হ্রাসে কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে। তারা মনে করেন, সঠিক বাস্তবায়ন ও স্বচ্ছ কার্যক্রমের মাধ্যমে এ প্রকল্পটি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে