AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাস্তা সংস্কারের দাবিতে সরিষাবাড়ীতে এলাকাবাসীর বিক্ষোভ



রাস্তা সংস্কারের দাবিতে সরিষাবাড়ীতে এলাকাবাসীর বিক্ষোভ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা এলাকায় কাঁচা রাস্তার কাজ অসম্পূর্ণ রেখে পুরো বিল উত্তোলনের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। রাস্তার বাকি অংশ দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা জানান, উপজেলার ধারাবর্ষা পপুলার ব্রিজ হতে ধারাবর্ষা পূর্বপাড়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তার সংস্কারের জন্য ২০২৪-২৫ অর্থবছরে প্রকল্প বাস্তবায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কাবিখা/কাবিটা প্রকল্পের আওতায় ৪ লক্ষ ৭৬২ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, প্রকল্পের সভাপতি ইউপি সদস্য মেরী আক্তার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাত্র ১ কিলোমিটার রাস্তার মাটি কেটে পুরো বিল উত্তোলন করে নিয়েছেন। ফলে অবশিষ্ট ২ কিলোমিটার রাস্তা কাদায় পরিণত হওয়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিক্ষোভ শেষে এলাকাবাসীর পক্ষে নাছের উদ্দিন, সোহেল রানা, আনোয়ার, ইউসুফ, ফারুক, বিপুল, আমিন, মামুন, রিপন ও রুবেলসহ অনেকেই বলেন, “৪ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলেও মাত্র ২ লক্ষ ৩০ হাজার টাকার কাজ হয়েছে। পুরো কাজ না করেই বিল তোলা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত বাকি রাস্তার সংস্কার দাবি করি।”

এ বিষয়ে অভিযুক্ত প্রকল্প সভাপতি মেরী আক্তার বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। যতটুকু কাজ করার কথা, ততটুকুই করেছি এবং সে অনুযায়ী বিল নিয়েছি।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শওকত জামিল জানান, “এলাকাবাসীর অভিযোগের বিষয়টি শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/জা.প্র/এ.জে

Link copied!