চট্টগ্রামের চন্দনাইশ প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক (২০২৫-২০২৮) সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সম্মেলনে আবিদুর রহমান বাবুল সভাপতি এবং মো. নুরুল আলম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে গাছবাড়িয়া দস্তরখানা রেস্তোরাঁয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত সভাপতি আবিদুর রহমান বাবুল। দ্বিতীয় অধিবেশনে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাছির উদ্দীন বাবলু।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে মোট ২৫ জন সদস্য রয়েছেন। নির্বাচিতদের তালিকা নিচে দেওয়া হলো—
সভাপতি: আবিদুর রহমান বাবুল (দৈনিক যুগান্তর) ,সিনিয়র সহ-সভাপতি: এম. ফয়েজুর রহমান (দৈনিক সাঙ্গু ও আমার সংবাদ), সহ-সভাপতি: মোস্তফা কামাল নিজামী ও এস. এম. আহসানুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক: মো. নুরুল আলম (দৈনিক দেশ রূপান্তর), সহ-সাধারণ সম্পাদক: মো. তৌফিক আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক: মো. শহিদুল আলম (চাটগাঁ মিডিয়া), সহ-সাংগঠনিক সম্পাদক: মো. জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক: মো. আমানত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: ইয়াছিন ইসলাম হৃদয়, সাহিত্য, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক: আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক: গৌতম কান্তি দাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: রোকন উদ্দীন ।
কার্যকরী সদস্যরা হলেন: নাসির উদ্দীন বাবলু, আজগর আলী সেলিম, এহতেশামুল হক রাব্বি, মো. কাউছার আলম, জসিম উদ্দীন হিরু, মো. লোকমান হাকিম, মো. রাজিব হোসেন রিফাত, তসলিম হোসেন ফাহিম, মো. শহিদুল ইসলাম চৌধুরী টিটু, শাহারুপ উদ্দীন, মো. সলিমুল্লাহ, সাইদুল হক চৌধুরী।
নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে