AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড



ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে ইজিবাইক ছিনতাইয়ের সময় চালককে হত্যার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলার অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মাকসুদুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—সদর উপজেলার মেহেদী আবু কাওসার, জনি মোল্লা, রাজেস রবি দাস, রবিন মোল্লা ওরফে ভিকি এবং পলাতক রাসেল শেখ। অপর আসামি রাজবাড়ী জেলার বাদশা শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান (খোকন)। তিনি জানান, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা করার মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর বিকেলে শওকত মোল্যা (২০) নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন এবং নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন সকালে শহরের গোয়ালচামট মোল্যা বাড়ি সড়কের শেষ মাথায় বাইপাস রোডের পাশে আবুল হোসেনের ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান।

ঘটনার পর নিহতের পিতা আয়নাল শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!