কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার যোগিপোল ও পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান খান (২৭) ও পোড়াদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিহাব মেম্বার (৪২)। তারা মিরপুর থানার একটি নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। গ্রেফতারের পর পুলিশ তাদের আদালতে সোপর্দ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল মিরপুর থানার চুনিয়াপাড়া ঈদগাহ মাঠে কতিপয় আওয়ামী লীগ কর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়ে একটি সভা করছিল বলে অভিযোগ রয়েছে। সে সময় বিএনপি কর্মী মিরাজুল রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তার গাড়ির হেডলাইট ভেঙে দেয়। তিনি মিরপুর থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে রামদা, তলোয়ার, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে মিরাজুল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলারই ধারাবাহিকতায় ইমরান খান ও শিহাব মেম্বারকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।গ্রেফতারকৃতদের পরিবারের দাবি, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, “মিরপুর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চলবে।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে