AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি



সাদুল্লাপুরে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক স্কুল শিক্ষকের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামে। ভুক্তভোগী পরিবারটির কর্তা মানিক চন্দ্র সরকার পলাশবাড়ী উপজেলার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি ওই গ্রামের মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে জানা যায়, রাত দেড়টার দিকে ৭-৮ জন মুখোশধারী ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা মানিক চন্দ্র সরকারের মাথায় পিস্তল ঠেকিয়ে পরিবারের অন্য সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারি, ওয়ারড্রোব, শোকেস ইত্যাদি তছনছ করে প্রায় দুই ঘণ্টাব্যাপী লুটপাট চালায়।

ডাকাতরা প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, অর্ধলক্ষাধিক নগদ টাকা এবং একটি মোটরসাইকেলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যাওয়ার সময় পরিবারের সদস্যদের মারধর করে এবং ঘটনা পুলিশে জানালে প্রাণনাশের হুমকি দেয়।

এলাকাবাসী জানান, কিছুদিন আগে এই ইউনিয়নের নয়াবাজার এলাকায়ও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। একের পর এক এমন ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, “ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গেছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!