কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকা ইয়াসমিনের বিরুদ্ধে অপকর্ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. তাহমিনা রহমান।
বুধবার (২৯ জুলাই) সকালে কটিয়াদী উপজেলার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাহমিনা রহমান। তিনি অভিযোগ করেন, প্রধান শিক্ষক সাদেকা ইয়াসমিন তার নিজের দুর্নীতি ও অনিয়ম ঢাকতে এবং চলমান তদন্ত কার্যক্রমকে ভিন্নখাতে প্রবাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে তার (তাহমিনা রহমানের) বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।
তাহমিনা রহমান বলেন, “বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতির মাধ্যমে স্কুল কমিটি গঠন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের অনিয়ম আড়াল করার চেষ্টা করছেন প্রধান শিক্ষক। এসব বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।”
তিনি আরও বলেন, “মিথ্যা অপপ্রচারের কারণে আমার পেশাগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমি চাই, সত্য উদঘাটন হোক এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
একুশে সংবাদ/কি.প্র/এ.জে