দিনাজপুরের পার্বতীপুরে নিরাপত্তাহীনতার অভিযোগ এনে এক স্কুল শিক্ষিকা সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তিনি বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলন করেন পার্বতীপুর উপজেলার ঝাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা খাতুন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পার্বতীপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তৈয়বা খাতুন নিয়মিত পাঠদানে অনিয়ম করেন। শিক্ষকরা যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হন না, রুটিন অনুযায়ী পাঠদান করেন না, প্রতিষ্ঠানে অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকেন—এসব শৃঙ্খলাভঙ্গের প্রতিবাদ করায় তিনি সহকর্মীদের রোষানলে পড়েন।
সম্প্রতি শিক্ষার্থীর মুখে বই ছুড়ে মারার ঘটনার প্রতিবাদ করলে উল্টো ওই শিক্ষিকা তাকে স্কেল দিয়ে শ্রেণিকক্ষে হাতের কনুইয়ে আঘাত করেন বলেও অভিযোগ করেন আফরোজা খাতুন। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করার পর স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, “এ ধরনের আচরণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/দি.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

