AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্যার তীব্রতায় বন্ধ শ্রেণি কার্যক্রম ও অর্ধবার্ষিকী পরীক্ষা


Ekushey Sangbad
বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
০৫:১৬ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বন্যার তীব্রতায় বন্ধ শ্রেণি কার্যক্রম ও অর্ধবার্ষিকী পরীক্ষা

অতিরিক্ত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। চারদিকে শুধু পানি আর পানি। ফলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা যেমন স্কুলে আসতে পারছে না, তেমনি শিক্ষকরাও প্রবেশ করতে পারছেন না। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো স্কুল চত্বর পানিতে ডুবে রয়েছে। স্কুল ভবনের আশেপাশে নোংরা ও দূষিত পানি জমে থাকায় স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, এটি নিত্য ঘটনা; প্রায় প্রতিবছরই বর্ষা মৌসুমে এমন পরিস্থিতি সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুন্নি আক্তার বলেন, “আমি যখন এই স্কুলে পড়তাম তখনও বন্যার সময় স্কুল প্রায় অচল হয়ে যেত। এতে পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতো। এখনো একই অবস্থার জন্য যথাযথ কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”

বিদ্যালয় সংলগ্ন হাজীপাড়া গ্রামের বাসিন্দা জরিনা বেগম জানান, “পানি বাড়লে স্কুলটি ডুবে যায়। অনেক শিক্ষার্থীকে কোমরসমান পানি পাড়ি দিয়ে স্কুলে যেতে দেখি। এতে ছেলে-মেয়েদের পড়ালেখা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তা খারাপ হওয়ায় ঝুঁকিও থাকে চলাচলে।”

আরেক বাসিন্দা আবদুল্লাহ আল নোমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতি বছর বাঘাইছড়িতে ৩-৪ বার বন্যা হয়। কিন্তু সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয় না। যে প্রতিষ্ঠানটি আশ্রয়কেন্দ্র হওয়ার কথা, সেটিই আজ পানিতে ডুবে গেছে। কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা আরও কমানো প্রয়োজন; না হলে এই সমস্যার সমাধান হবে না।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন বলেন, “পানিতে প্লাবিত হওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এমনকি চলমান অর্ধবার্ষিকী পরীক্ষাও স্থগিত করতে হয়েছে। এ সমস্যার স্থায়ী সমাধানে আমরা প্রশাসন ও শিক্ষা বোর্ডে আবেদন করেছি। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের পড়াশোনায় অপূরণীয় ক্ষতি হবে।”

উল্লেখ্য, শুধু এই স্কুলই নয়, বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলও প্লাবিত হয়ে শতশত পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয়রা মনে করেন, বিভিন্ন খাল-ছড়া খনন, কাচালং নদী ড্রেজিং এবং কাপ্তাই হ্রদের পানির স্তর নিয়ন্ত্রণে আনতে পারলে বাঘাইছড়ি ছাড়াও রাঙামাটির আরও কয়েকটি উপজেলা পানিবন্দী হওয়ার হাত থেকে রক্ষা পাবে।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!