AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ভালুকায় "জুলাই স্মৃতি" প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত



ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ভালুকায়

জুলাই বিপ্লবের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক আয়োজন—“জুলাই স্মৃতি” প্রীতি ফুটবল ম্যাচ। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই ম্যাচের আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা।

স্থানীয় ফুটবল খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত খেলায় আন্তর্জাতিক দলের আদলে মাঠে নামে দুই দল—ব্রাজিল বনাম আর্জেন্টিনা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল দল ২-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়।

খেলার সভাপতিত্ব করেন, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন—“জুলাই আন্দোলনের স্মৃতি ধারণ করেই আজকে আমরা এই প্রীতি ম্যাচের আয়োজন করেছি। তরুণদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও ক্রীড়ার মাধ্যমে ইতিবাচক মনোভাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভালুকার ক্রীড়াঙ্গনকে আরো প্রাণবন্ত করতে প্রশাসন সবসময় পাশে থাকবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা জামায়াতের আমীর সাইফুল্লাহ পাঠান ফজলু, পৌর বিএনপি আহবায়ক আলহাজ হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, মজিবুর রহমান মজু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আলমগীর হোসেন, কামরুল হাসান ও রাফি উল্লাহ চৌধুরী (প্রমুখ)।

আয়োজকরা জানান, খেলাটি কেবল বিনোদনের উদ্দেশ্যে নয়—এটি সামাজিক সংহতি, সৌহার্দ্য ও তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও উৎসাহে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার আশ্বাস দেন।

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!