AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ



মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ

কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুরে সংঘটিত ট্রিপল মার্ডার, স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করা এবং সনাতন ধর্মাবলম্বীদের পুকুর দখলসহ একাধিক ঘটনার বিরুদ্ধে এবং অভিযুক্তদের প্রশ্রয়দাতাদের দায়ী করে উপজেলা উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় মুরাদনগর উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সমাবেশে মিলিত হয়।

মিছিলে মুরাদনগরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা “এক-দুই-তিন-চার, আসিফ তুই গদি ছাড়”, “হাসিনা গেছে যেই পথে, আসিফ যাবে সেই পথে”, “বাপে ছেলে মিলিয়া, মুরাদনগর খাইছে গিল্যা”—এমন স্লোগানে স্লোগানে আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, মুরাদনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান, সদস্য সচিব সুমন মাস্টার এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি দুলাল দেবনাথ।

নাহিদ ইসলাম বলেন, “মুরাদনগরে এখনো ইউসুফ আব্দুল্লাহ হারুনের ছায়া ঘোরাফেরা করছে উপদেষ্টা আসিফ মাহমুদের মাধ্যমে। তাঁর বাবা আওয়ামী লীগের সাথে আতাত করে বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ন চালাচ্ছেন। তিনি আমাদের নেতা শাহ আলমকে গুমের চেষ্টা করেন এবং পরে একটি মিথ্যা মামলায় আসামি করে গ্রেপ্তার দেখান।”

ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান বলেন, “একজন সাধারণ স্কুলশিক্ষক কীভাবে বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন, আমরা জানতে চাই তিনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী! ট্রিপল মার্ডার কাণ্ডে তাঁর জড়িত থাকার প্রমাণ রয়েছে, এমনকি আওয়ামী লীগের ইউনিয়ন চেয়ারম্যান শিমুল বিল্লাহর সঙ্গে গোপন বৈঠকের ভিডিওও আছে।”

পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি দুলাল দেবনাথ বলেন, “গত ৫ আগস্টের পর থেকে তিনটি পূজামণ্ডপে হামলা হয়েছে, ধর্ষণের মতো জঘন্য অপরাধ ঘটেছে, তবু ন্যায়বিচার মেলেনি। গীতা রানী রায় নামের এক হিন্দু শিক্ষিকাকে নির্যাতনের মাধ্যমে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এসব ঘটনার পেছনে আসিফ মাহমুদের পরিবারের ভূমিকা রয়েছে। এ অবস্থায় প্রধান উপদেষ্টার উচিত উপদেষ্টা আসিফ মাহমুদের কার্যক্রম থেকে সরে দাঁড়ানো।”

তিনি আরও বলেন, “উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলমকে কালো গাড়িতে তুলে নেওয়ার ঘটনা আরও আশঙ্কাজনক ইঙ্গিত দেয়। এই পরিস্থিতি অব্যাহত থাকলে আন্দোলন আরও বেগবান করা হবে।”

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!