AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দর্শনাস্থ কেরু অ্যান্ড কোম্পানিতে ব্যাপক লাভের সম্ভাবনা : এমডি রাব্বিক হাসান এফসিএমএ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা
১১:৪০ এএম, ৩০ জুলাই, ২০২৫

দর্শনাস্থ কেরু অ্যান্ড কোম্পানিতে ব্যাপক লাভের সম্ভাবনা : এমডি রাব্বিক হাসান এফসিএমএ

চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত শিল্প মন্ত্রনালয়ের একমাত্র লাভ জনক প্রতিষ্ঠান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন দ্বারা পরিচালিত দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি( বাংলাদেশ)লিঃ। কেরু ব্যবস্হাপনা  কর্তৃপক্ষের ব্যাপক পরিশ্রমের মাধ্যমে কান্ট্রি স্প্রিট (দেশি মদ) বোতলজাত করতে সক্ষম হয়েছে। যার কারণে ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে ১৪১ কোটি টাকা রাজস্ব দেবার পাশাপাশি প্রায় ১২০ কোটি টাকা মুনাফা অর্জন করতে যাচ্ছে।

 চুয়াডাঙ্গা জেলার একমাত্র রাষ্ট্রায়াত্ব শিল্প প্রতিষ্ঠান দর্শনার কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিঃ এর চিনি কারখানা, জৈব সার কারখানা, বাণিজ্যিক খামার ও ডিষ্টিলারী কারখানা নিয়ে গঠিত। আখের অভাবে চিনি উৎপাদন বিভাগে কিছুটা লোকশান হলেও বাকী ইউনিট গুলো লাভ করেছে।

চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিঃ এর চিনি কারখানা, বাণিজ্যিক খামার, জৈব সার কারখানা ও ডিষ্টিলারী নিয়ে গঠিত কমপ্লেক্স। চাহিদা মোতাবেক আখ উৎপাদন না হওয়ায় চিনি উৎপাদনে কিছুটা লোকশান হয়ে থাকে। বাকী ইউনিটগুলো লাভ করে আসছে প্রায় ১৫ বছর যাবত। কোম্পানির প্রধান পণ্য চিনি হলেও আখ থেকে চিনি নিষ্কাশন করার পর (মোলাসেস) চিটাগুড় থেকে অন্যান্য উপকরণও (বাই-প্রোডাক্ট) দিয়ে দেশিমদ, ভিনেগার,বিভিন্ন  স্প্রিট এবং জৈব সার তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটি কান্ট্রি স্প্রিট, ফরেন লিকার, ডিনেচার স্প্রিট এবং রেক্টিফাইট স্প্রিট উৎপাদন করে থাকে। পাশাপাশি মল্টেড ভিনেগার এবং সাদা ভিনেগারও তৈরি করে। কেরুর কারখানাগুলোর সম্মিলিত বার্ষিক উৎপাদন ক্ষমতা ১.৩৫ কোটি প্রুপ লিটার। কেরু কোম্পানির ডিস্টিলারি ইউনিট তৈরি করে থাকেন  ইয়েলো লেবেল মল্টেড হুইস্কি, গোল্ড রিবন জিন, ফাইন ব্রান্ডি, চেরি ব্রান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ কুরাকাও, রোসা রাম, ওল্ড রাম এবং জারিনা ভদকা। বাংলাদেশের বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।

উল্লেখ্য, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি  গত ২২ মে প্রথমবারের মতো দেশিমদ নামে খ্যাত কান্ট্রি স্প্রিট বোতলজাত করে বিপনন শুরু করে। এতে করে একটি কুচক্রীমহল চক্রান্ত শুরু করে বর্তমান সৎ এবং পরিশ্রমি ব্যবস্হাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান (এফসিএমএ) এর বিরুদ্ধে। ব্যবস্হাপনা কর্তৃপক্ষ সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলামদ ড্রামের পরিবর্তে বোতলজাত শুরু করে। রাসায়নিক অস্ত্র কনভেনশন এর সুপারিশক্রমে শিল্প উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের নির্দেশনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদনক্রমে বোটলিং কার্যক্রম চালু হলেও অভিযোগ রয়েছে, কয়েক মাস আগে বর্তমান প্রশাসন কান্ট্রি স্প্রিট প্লাস্টিক বোতলে ভরে বিক্রির উদ্যোগ নিলে পরিবেশ অধিদপ্তর বাধসাধে। কিন্তু সিদ্ধান্তে অটল থাকে কেরু,র প্রশাসন। সেসব বাধা অতিক্রম করে গত ২২ মে পার্বতীপুর ওয়ার হাউজে প্রথম চালান পরে পর্যায়ক্রমে সকল পণ্যাগারে পূর্বের ড্রাম পদ্ধতির পরিবর্তে বোতলজাত করে সরবরাহ শুরু করে। এছাড়া ফরেন লিকার বাজারে চাহিদার প্রেক্ষিতে বিক্রয়ের তারতম্য হলেও মুনাফা বেশি হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে ডিস্টিলারীতে রিকোভারী বৃদ্ধি, ভিনেগারের বিক্রয় বৃদ্ধি, চিনির রিকোভারী বৃদ্ধি, জৈব সারের উৎপাদন বৃদ্ধি, আখের রোপন বৃদ্ধি পেয়েছে। ব্যবস্হাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান এফসিএমএ ‍‍`কে ছুটির দিনও আখ চাষিদের সাথে সাক্ষাৎ করতে দেখা গেছে।

এ ব্যাপারে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব)  রশিদুল হাসান (অতিরিক্ত দায়িত্ব) তিনি বলেন কেরু এ্যান্ড কোম্পানি সম্পর্কে আমার কোন ধারনা নেই। অতিরিক্ত দায়িত্ব পেয়েছি আগে প্রতিষ্ঠান সম্পর্কে জেনে তারপর এসব বিষয়ে আপনাদের জানাবো।

কেরু,র ব্যবস্থাপনা পরিচালক মোঃ  রাব্বিক হাসান এফসিএমএ  বলেন, ভালো কিছু করতে গেলে কিছু প্রতিবন্ধকতা থাকবেই। প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করে যাচ্ছি এটা মূল্যায়ন করবে উদ্ধতন  কর্তৃপক্ষ। সঠিকটা না জেনে কোন বিষয়ে বা কারো সম্পর্কে মন্তব্য করা ঠিক না। আমি ব্যক্তি বা প্রতিষ্ঠান বিরোধী কোন কর্মকাণ্ডের সঙ্গে কোন ভাবেই জড়িত না। প্রতিষ্ঠানের কল্যাণে চুয়াডাঙ্গা জেলাবাসী সহ আমজনতার  সহযোগিতা কামনা করছি।

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!