উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দক্ষ জনশক্তি গঠন এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণ লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ দিন মেয়াদী ভিডিপি অ্যাডভান্স কোর্সের প্রথম ধাপ উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।
মঙ্গলবার (২৯ জুলাই) বরিশাল জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে বরিশাল জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি প্রশিক্ষণের মূল উদ্দেশ্য সফল করতে মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং উদ্যোক্তা হয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেন। জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ভিডিপি সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর জোর দেন।
উদ্বোধন শেষে রেঞ্জ কমান্ডার প্রশংসনীয় কাজের জন্য ভাতাভুক্ত দলনেতা-দলনেত্রী এবং আনসার কমান্ডারদের মাঝে সাইকেল বিতরণ করেন। পরে জেলা কমান্ড্যান্ট সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত আনসার ও ভিডিপি কর্মকর্তারা, প্রশিক্ষক ও ব্যাটালিয়ন সদস্যসহ প্রায় ১০০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/প.প্র/এ.জে