পটুয়াখালীর দুমকীতে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ শামসুল আলম (৫০) নামে একজন চিহ্নিত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি ও অন্যান্য অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের সময় লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকী থানার এসআই মোঃ মোজাম্মেল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ মোঃ আব্দুল মালেক আকনের বাড়ির সামনে একটি কাঁচা রাস্তার উপর থেকে পালানোর সময় শামসুল আলমকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে একটি স্ক্রু ড্রাইভার ও একটি ধারালো বাংলা দা জব্দ করা হয়। তবে ডাকাত দলের অন্য ৭/৮ জন সদস্য পালিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে শামসুল আলম ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, এসআই মোজাম্মেল বাদী হয়ে শামসুল আলমসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে দুমকী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন (মামলা নম্বর: ০৯), যা পেনাল কোডের ২৯৯ ও ৪০২ ধারায় রুজু করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শামসুল আলম পটুয়াখালী জেলার মহিপুর থানার নিজামপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মৃত আমজেদ চৌকিদারের ছেলে। তার বিরুদ্ধে মহিপুর থানায় ২টি, কলাপাড়া থানায় ২টি এবং বরগুনা জেলার তালতলী থানায় ৫টি মামলা রয়েছে। সব কটিতেই তিনি এজাহারভুক্ত ও পলাতক আসামি ছিলেন।
একুশে সংবাদ/প.প্র/এ.জে