গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পিনুর মোড়ে খুচরা সার ব্যবসায়ী মো. বাদশা মিয়ার দোকানঘর থেকে ১৩৪ বস্তা টিএসপি সার জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে মজুদ রাখার দায়ে সারগুলো জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ওইদিন গাইবান্ধা বাফার গোডাউন থেকে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের বিসিআইসির ডিলার ননি গোপাল সরকার ও রামজীবন ইউনিয়নের ডিলার প্রদীপ চন্দ্র সরকার তাদের বরাদ্দকৃত টিএসপি সার একই ট্রাকে করে নিয়ে আসেন। ডিলার ননি গোপাল সরকার সারগুলো সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজারে তার নিজস্ব গোডাউনে মজুদ করেন।
অন্যদিকে, ডিলার প্রদীপ চন্দ্র সরকার ১৩৪ বস্তা সার তার নিজ গোডাউন—রামজীবন ইউনিয়নের ডোমেরহাট বাজারে না নিয়ে দহবন্দ ইউনিয়নের পিনুর মোড়ের খুচরা সার ব্যবসায়ী বাদশা মিয়ার দোকানে মজুদ করেন। অভিযোগ রয়েছে, সারগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই সেখানে রাখা হয়েছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন। তবে দোকানের মালিক অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ডিলার প্রদীপ চন্দ্র সরকারের ম্যানেজার জয়ন্ত বাবু জানান, “আমাদের নিজস্ব গোডাউনে জায়গা না থাকায় সাময়িকভাবে বাদশার দোকানে সারগুলো রাখা হয়েছিল। এখনও সেগুলো বিক্রি করা হয়নি।”
অন্যদিকে, খুচরা বিক্রেতা বাদশা মিয়ার মোবাইল ফোন বন্ধ থাকায় এবং তিনি দোকানে অনুপস্থিত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। বর্তমানে আমার তত্ত্বাবধানে রাখা রয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
একুশে সংবাদ/গা.প্র/এ.জে