AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘুষ না দেওয়ায় বিল আটকে রাখার অভিযোগে পিআইওর বিরুদ্ধে, অফিস ঘেরাওয়ের খবরে পালালেন তিনি



ঘুষ না দেওয়ায় বিল আটকে রাখার অভিযোগে পিআইওর বিরুদ্ধে, অফিস ঘেরাওয়ের খবরে পালালেন তিনি

বান্দরবানের আলীকদম উপজেলায় ঘুষের টাকা নির্ধারণ না হওয়ায় সরকারি প্রকল্পের বিল আটকে রাখার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে. এম. নজরুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টি ঘিরে চরম ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পিআইও কার্যালয় ঘেরাও করতে গেলে আগেভাগেই কার্যালয় ছেড়ে বান্দরবান সদর চলে যান নজরুল ইসলাম—এমনটাই অভিযোগ ঘেরাওয়ে অংশ নেওয়া জনপ্রতিনিধিদের।

জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় কিস্তির আওতায় বাস্তবায়িত প্রকল্পগুলোর চূড়ান্ত বিল দীর্ঘদিন ধরে অনুমোদন না দিয়ে আটকে রাখা হয়েছে। জনপ্রতিনিধিদের অভিযোগ, কমিশন বা ঘুষ না পেয়ে ইচ্ছাকৃতভাবে বিল আটকে রেখেছেন পিআইও।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, “চূড়ান্ত বিল ছাড়ের জন্য বহুবার বলা হয়েছে। আশ্বাস দিলেও বিল ছাড়েননি তিনি। বরং কমিশন দাবি করেন। আজ আমরা সবাই একসঙ্গে আসব শুনেই তিনি আগেভাগে পালিয়ে যান।”

ইউপি সদস্য রেহেনা বেগম ও মনু ইসলাম বলেন, “প্রতিটি প্রকল্পে সরেজমিনে তদারকি করেছেন পিআইও নিজেই। কিন্তু বিল দেওয়ার সময় কমিশনের জন্য গড়িমসি করেন। অর্ধেক টাকা ঘুষ দিলে আমাদের পক্ষে প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।”

এছাড়াও অভিযোগ রয়েছে, কিছু প্রকল্পের টাকা ইউপি চেয়ারম্যান বা মেম্বারদের না দিয়ে নিজেরা উত্তোলন করে ব্যক্তিগতভাবে হস্তগত করেছেন পিআইও নজরুল ইসলাম।

বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পিআইও নজরুল ইসলাম তার মুঠোফোনে সাড়া দেননি।

এ প্রসঙ্গে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!