নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ জুলাই) দুপুরে ঢাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ভাগ্নে জাকির হোসেন প্রবাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।
মরহুমের প্রথম জানাজা মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি কলেজ মাঠে, দ্বিতীয় জানাজা দুপুর ২টা ১৫ মিনিটে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং তৃতীয় জানাজা বাদ আছর তার গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার কচন্দরা গ্রামে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কচন্দরা গ্রামের কৃতী সন্তান ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু একজন সফল ব্যবসায়ী হিসেবে খ্যাতি অর্জনের পাশাপাশি ২০০৯ সালে নির্বাচিত হন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে। পরবর্তীতে ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
তাঁর মৃত্যুতে কেন্দুয়া ও আটপাড়া উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনের সহকর্মী, সমর্থক এবং এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে