দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরে প্রকাশ্যে চোরাই ট্রাকের বডি কেটে বিক্রির সময় ট্রাকচালকসহ দুইজনকে আটক করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। এ সময় ট্রাকের খণ্ডিত অংশও উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে হারিয়ে যাওয়া ৬ টন মালামাল বহনে সক্ষম একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৭৫০২) পার্বতীপুরে এনে কেটে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। শুক্রবার রাত ৮টার দিকে পার্বতীপুর শহরের জ্ঞানাঙ্কুর হাইস্কুল মোড়স্থ ঢাকা কোচ স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—রংপুর সিটি করপোরেশনের মাহিগঞ্জ এলাকার আমিরুল ইসলামের ছেলে ট্রাকচালক সোহাগ (৩৩) এবং পার্বতীপুর শহরের নূর নগর মহল্লার আব্দুল কাইয়ুমের ছেলে ফেরদৌস (৩২)।
ট্রাকের মালিক মাসুম রানা জানান, গত ২৩ জুলাই চালক সোহাগ ট্রাকটি নিয়ে সিদ্ধিরগঞ্জ থেকে উধাও হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। ড্রাইভারের মোবাইল ফোন ট্র্যাক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তথ্য পেয়ে বিষয়টি পার্বতীপুর মডেল থানা পুলিশকে জানায়। পরে পার্বতীপুরের নতুন বাজার এলাকা থেকে চালক সোহাগকে আটক করে পুলিশ।
গ্রেফতার সোহাগকে নিয়ে পুলিশ ঢাকা কোচ স্ট্যান্ডে গিয়ে দেখতে পায়, ফেরদৌসের নেতৃত্বে ট্রাকের পেছনের লোহার বডি কেটে একটি ভাঙ্গারির দোকানে নেওয়া হচ্ছে। কিছু অংশ এরই মধ্যে মাসুদুর রহমান নামের এক ভাঙ্গারী ব্যবসায়ীর গোডাউনে রাখা হয়েছে। পুলিশ সেখান থেকে ফেরদৌসকেও আটক করে এবং চোরাই মালামাল উদ্ধার করে।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই মো. দুলাল হোসেন ও ট্রাক মালিক মাসুম রানা জানান, আটককৃত সোহাগ ও ফেরদৌস স্বীকার করেছেন যে, ট্রাকটি মোটা অঙ্কের টাকায় ভাঙ্গারী ব্যবসায়ী মাসুদুর রহমানের কাছে বিক্রি করা হয়। তার নির্দেশেই ট্রাকটি কাটার কাজ করা হচ্ছিল।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/দি.প্র/এ.জে