গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারী গ্রামে নদীতে গোসল করতে নেমে আল-আমিন (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আল-আমিন ওই গ্রামের ফজলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আল-আমিন স্থানীয় নদীতে গোসল করতে নামে। অনেক সময় পার হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। পরে অনেক খোঁজার পর নদীর পানির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় তার ঘাড় ভাঙা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, নদীতে লাফ দেওয়ার সময় কোনো শক্ত কিছুর সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নামিয়ে এনেছে। এ বিষয়ে ফুলছড়ি থানা পুলিশকে অবগত করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

