চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ বুলবুলি খাতুন (৬০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রোববার ( সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত বুলবুলি খাতুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত মান্নান আলীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক মো. নাহিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মনোহরপুর গ্রামের মো. ওবাইদুল্লাহর আমবাগানের সামনে পাকা রাস্তার ওপর থেকে বুলবুলি খাতুনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
ঘটনার বিষয়ে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে