চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া সওদাগর সড়কে, লালার হাট থেকে অলি বেকারি ডিসি সড়কে রায়খালী খালের ওপর অবস্থিত ‘মাইল্লের পুল’ নামে পরিচিত সেতুটি এখন পথচারীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সেতুটির একপাশে গোড়া থেকে মাটি সরে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে, যা ক্রমেই বিস্তৃত ও গভীর হয়ে উঠছে। টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। যে কোনো মুহূর্তে ব্রিজটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা ফারুক জানান, প্রায় তিন-চার মাস আগে গর্তটি তৈরি হলেও এখন পর্যন্ত কোনো ধরনের মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীরা, অভিভাবক ও সাধারণ পথচারীরা। ব্রিজটির কাছাকাছি একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
এই সড়ক দিয়ে বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা, শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়, শাকপুরা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গোমদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস, গোমদণ্ডী সিও অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করে এলাকাবাসী।
অভিভাবক হামিদুর রহমান বলেন, “আমার ছেলে-মেয়ে প্রতিদিন এই ব্রিজ দিয়ে স্কুলে যায়। কখন দুর্ঘটনা ঘটে তা বলা যাচ্ছে না।”
অটোরিকশাচালক শাহাদাত বলেন, “তিন-চার মাস ধরে ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি। জানি না কখন কী হয়ে যায়।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সেতু মেরামতের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই অনেকে ব্রিজটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার দাবি তুলছেন, যতদিন না এটি নিরাপদ করা যায়।
এ বিষয়ে বোয়ালখালী উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে গর্তটি ভরাট করার সুযোগ এখন নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। বরাদ্দ এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, “ব্রিজটি নির্মাণের সময় খালটি ছোট ছিল, এখন ভাঙনের ফলে খালটি বড় হয়ে গেছে। সেই তুলনায় ব্রিজটি ছোট হয়ে পড়েছে। তাই নতুন একটি ব্রিজ নির্মাণের জন্যও আবেদন করা হয়েছে।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে