সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতেও জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালেই উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে এই শপথ গ্রহণের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সারাদেশের সাথে একযোগে পালিত হয়। এতে জুলাই বিপ্লবে সরাসরি অংশগ্রহণকারী আহত বিপ্লবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট কোরবান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ কাকলী, উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, আহত জুলাই যোদ্ধা মো. রনি শেখ, জুলাই যোদ্ধা মো. এনামুল চৌধুরী, জুলাই কন্যা প্রিয়া মনিসহ অনেকে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন সাংবাদিক ও কবি আমীর চারু বাবলু।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে