বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী সচেতনামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহণে আগ্রহী করে তোলার জন্যও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মোঃ আলী সুজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিকারপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাত্তার মল্লিক, বামরাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, সিনিয়র সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুম, বিএনপি নেতা মোহাম্মদ বাবুল খান, শিক্ষক প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, মোঃ আরিফ হোসেন, রেখা আক্তার, দাতা সদস্য আব্দুল লতিফ মোল্লা, ছাত্র অভিভাবক প্রতিনিধি মোঃ সজল মোল্লা সহ অন্যান্যরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রত্যেক ছাত্র-ছাত্রীকে শিক্ষার গুণগত মান অক্ষুণ্ণ রাখতে হবে। পড়াশোনার বিকল্প নেই। তাই সকল শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে এবং অধ্যয়নে মনোযোগী হতে হবে। এই ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ নিজ দায়িত্ব পালন অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “সরকার গুণগত শিক্ষার মান নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার দিকে বিশেষ নজর দিতে হবে। টেকনিক্যাল জ্ঞান ও অভিজ্ঞতা থাকলে কর্মসংস্থানের সমস্যা হবে না।”
একুশে সংবাদ/ব.প্র/এ.জে