AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে ভ্যানচালক রুপল হত্যাকাণ্ডে শাশুড়ি ও পুত্রবধূ গ্রেপ্তার



রাজবাড়ীতে ভ্যানচালক রুপল হত্যাকাণ্ডে শাশুড়ি ও পুত্রবধূ গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামে শাহীন শেখ ওরফে রুপল শেখ (২৭) নামে এক ভ্যানচালককে নির্মমভাবে পিটিয়ে হত্যা মামলায় তার শাশুড়ি ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকার শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভীন (৪৯) এবং তার পুত্রবধূ রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা (১৯)।

ডিবি সূত্রে জানা যায়, গত ১৭ মে বিকেল ৫টার দিকে রুপল শেখকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় শামসুদ্দিন বিশ্বাসের বাড়ির আঙিনায়। সেখানে তাকে স্থানীয়ভাবে চুরি এবং এক গৃহবধূর গোসলের ভিডিও ধারণের মিথ্যা অভিযোগে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রুপলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুপল শেখ রাজাপুর এলাকার জিন্নাহ শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে ও দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

এ ঘটনায় নিহতের মামা মো. কালাম মোল্যা বাদী হয়ে ওই রাতেই রাজবাড়ী সদর থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি নিহতের মা রাবেয়া বেগম আদালতে আরও একটি মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডের তদন্তভার ডিবির কাছে হস্তান্তর হওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে শাশুড়ি রাহেলা পারভীন ও পুত্রবধূ রেজমিন আক্তার তন্দ্রাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!