AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ



সিংগাইরে ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

দেশের উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ মানবসম্পদ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক। শুধুমাত্র মেধা নয়, সুশিক্ষা, নৈতিকতা এবং পারিবারিক শিক্ষাও একজন শিক্ষার্থীকে প্রকৃত অর্থে গড়ে তোলে। এই বিশ্বাস থেকে মানিকগঞ্জের সিংগাইরে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় সিংগাইর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি)” স্কিমের অধীনে জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের ১৯ জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১১ জন শিক্ষার্থী যথাক্রমে ১০ হাজার ও ২০ হাজার টাকা, একটি করে ক্রেস্ট এবং সনদপত্র হাতে পান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন শফিক এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ। তিনি বলেন, “আজকের মেধাবীরা আগামীর দেশ গড়ার কান্ডারি। শুধুমাত্র ভালো ফল অর্জন নয়, ভালো মানুষ হওয়ার চেষ্টাও থাকতে হবে শিক্ষার্থীদের মধ্যে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিবিজিএসআই প্রকল্পের সহকারী পরিচালক আবু জাফর মো. সেলিম, জেলা শিক্ষা অফিসার মো. আমীর হোসেন, সিংগাইর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আব্দুল হান্নান, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. খলিলুর রহমান এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী মাহফুজুর রহমান ও আনিকা আক্তার।

অনুষ্ঠানে অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। শুরুতে মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!