AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে ভৈরবে বিক্ষোভ



প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে ভৈরবে বিক্ষোভ

“প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫”-এ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৬৫টি কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ব্যানার-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন। তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন—সাবেক হাজী আসমত কলেজের প্রফেসর আব্দুল বাসেত, অধ্যাপক সাজেদা বাসেত, মশিউর রহমান সাগর, সুমন মোল্লা, মাসুম বিল্লাহ, আসাদুজ্জামান বাবলু, আতিকুর রহমান বিল্লাল, কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরিফুল হক জয় এবং কিশোরগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম কাকন প্রমুখ।

বক্তারা বলেন, “একই পাঠ্যক্রমে শিক্ষালাভ করেও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে।”

বিক্ষোভ ও মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এরপর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 

একুশে সংবাদ/কি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!