চট্টগ্রামের বোয়ালখালীতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার বহদ্দারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার আবু তাহের সওদাগরের ছেলে যুবদল নেতা গাজী বখতেয়ার (৪৫) এবং পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়ার জেবল হোসেনের ছেলে শাকিবুল হোসেন (৩২)।
বোয়ালখালী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। তাদের বুধবার (২৩ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

