নারায়ণগঞ্জের মদনপুর-আড়াইহাজার সড়কের বস্তল এলাকায় মালবাহী ট্রাকচাপায় মহিদুল শেখ (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুল শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার লাহোরিয়া এলাকার মো. বক্তার শেখের ছেলে। তিনি বস্তল এলাকায় মো. গুলজার হোসেন প্রধানের বালুর ড্রেজারে কর্মরত ছিলেন।
নিহতের মামা ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে মহিদুলকে মদনপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৮৩১৭) আড়াইহাজার যাওয়ার পথে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও পথচারীরা ধাওয়া দিয়ে তালতলা এলাকায় ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
একুশে সংবাদ/না.প্র/এ.জে