বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচিত চারবারের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ১৩ নম্বর চরবেতাগৈর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুস সালাম শিকদার খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদির সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।
আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপি নেতা মো. আব্দুল মান্নান মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মো. মাসুম খান, নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার রিপা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মশিউর রহমান মামুন, যুবদল নেতা মো. জহিরুল ইসলাম, মোবারক হোসেন উজ্জ্বল, ইউনিয়ন বিএনপি নেতা মো. সেলিম উদ্দিন, ছমির উদ্দিন, খাইরুল ইসলাম মানিক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপি নেতা অধ্যাপক জিয়া উদ্দিন শাহীন, উপজেলা যুবদল নেতা আবু হুরায়রা, মাহমুদুল হাসান আরিফ, উপজেলা ছাত্রদল নেতা শাহজাহান ভূঁইয়া মানিক, মেহেদী হাসান শুভ, আব্দুল জলিল, সাখাওয়াত হোসেন বিল্লাল, শাহজাহান কবির, হৃদয় হাসান এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মরহুম খুররম খান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে