রাজবাড়ী সদর উপজেলা থেকে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হালিম সরদার ওরফে ‘গলাকাটা হালিম’ (৪০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যার দিকে র্যাব-১০-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হালিম সরদার রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর গ্রামের মৃত জলিল সরদারের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, হালিম সরদারের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত সাজা প্রদান করলে তিনি পলাতক ছিলেন। যেসব মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি রয়েছে, তার মধ্যে রয়েছে— মামলা নং-২২, তারিখ: ১৪/০৩/২০১৯, ধারা: ৩৬(১) এর ১০(ক), মামলা নং-১৫, তারিখ: ১০/০৬/২০১৬, ধারা: ১৯(১) এর ৯(ক),জিআর মামলা নং-১৮৯/২৫, তারিখ: ১৫/০২/২০২৫, ধারা: ৩৬(১) এর ১০(ক)—
সবকটি মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত হালিম সরদারকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে