AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩


Ekushey Sangbad
আতাউর শাহ, নওগাঁ
০৫:৪৬ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, নগদ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, একই দিন সকাল ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল শহরের তাজের মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই আমিরুল ইসলাম, সঙ্গে ছিলেন এএসআই সাহাবুদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন:রুবেল হোসেন (৪০), বগুড়ার সান্তাহার পৌরসভার কলসা হলুদ ঘরের চুন্নু মিয়ার ছেলে, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি।সোনিয়া ওরফে সনি (২৫), ইয়ার্ড কলোনির মৃত রফিকুল ইসলাম ভোলার মেয়ে।মোমিনুল ইসলাম সোহাগ (৪৩), মৃত রফিকউল্লাহ’র ছেলে, স্থায়ী ঠিকানা নোয়াখালীর মুরাদপুর, বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস।

অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অন্য জেলা থেকে একটি বাসযোগে মাদক আনা হচ্ছে। তাজের মোড়ে অবস্থান নেওয়ার সময় মোমিনুল ইসলাম একটি ট্রাভেল ব্যাগ রুবেল ও সোনিয়ার কাছে হস্তান্তর করেন। ব্যাগ তল্লাশি করে ৫টি প্যাকেট থেকে ৬ কেজি ৯৭৮ গ্রাম গাঁজা, নগদ ৯,৩০০ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ফারজানা হোসেন আরও বলেন, “গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। মোমিনুল বিভিন্ন জেলা থেকে মাদক সরবরাহ করেন, আর রুবেল ও সোনিয়া স্থানীয়ভাবে তা বিক্রি করেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাদক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।”

তিনজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!