সোমবার ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় গৌরীপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) আসরের নামাজের পর গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন, সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাসসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে