মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মৃত ভিক্ষুক আমেলা বেগমের শেষ ইচ্ছা পূরণ করেছেন গ্রামবাসীরা। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং প্রশাসনের সহযোগিতায় আত্মসাৎ হওয়া আমানতের একটি বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়।
চামারখাই গ্রামের মৃত আমেলা বেগমের রেখে যাওয়া ৮০ হাজার টাকার মধ্যে ৬০ হাজার টাকা ফেরত দিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করেন চামারখাই কৃষি সমিতির প্রধান মোঃ আনোয়ার হোসেন।
মৃত আমেলা বেগম মৃত্যুর আগে গ্রামের মানুষের কাছে অনুরোধ করে যান, যেন মৃত্যুর পর তার নামে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তার সেই শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে সোমবার (২২ জুলাই) সাটুরিয়া উপজেলার আইরমারা গ্রামে নাতি মোঃ জসীম উদ্দিনের বাড়িতে যোহরের নামাজের পর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা অংশগ্রহণ করেন।
নাতি মোঃ জসীম উদ্দিন বলেন, "আমার দাদির শেষ ইচ্ছা পূরণ করতে পেরে আমরা আনন্দিত। তার আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।"
একুশে সংবাদ/মা.প্র/এ.জে