AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না : দুদক মহাপরিচালক



দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না : দুদক মহাপরিচালক

দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও তদন্ত-২ এর মহাপরিচালক মোতাহার হোসেন দুর্নীতিবাজদের সতর্ক করে বলেছেন, “নতুন প্রজন্মের চেতনায় দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে প্রমাণ সাপেক্ষে তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। দুর্নীতির শিকড় চিরতরে উপড়ে ফেলতে দুদক সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।”

গতকাল (২১ জুলাই) সোমবার বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে দুদক মহাপরিচালক আরও বলেন, “দুর্নীতি দমন কমিশনের মূল লক্ষ্য হলো রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা। এ লক্ষ্যে প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারীকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে।”

তিনি আরও বলেন, “প্রশাসনিক দপ্তরসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্ত রাখতে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। জাতির আস্থা অর্জন করতে হলে প্রতিটি কর্মে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখা অপরিহার্য।”

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

Link copied!