AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে সংবর্ধনা ও পুরস্কার পেলেন ১৩ প্রতিষ্ঠানের ৩৯ জন কৃতি শিক্ষার্থী



কোটচাঁদপুরে সংবর্ধনা ও পুরস্কার পেলেন ১৩ প্রতিষ্ঠানের ৩৯ জন কৃতি শিক্ষার্থী

ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলায় মোট ৪১টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে রয়েছে ২২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি ভোকেশনাল প্রতিষ্ঠান, ৯টি মাদ্রাসা ও ৭টি কলেজ। পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGS) স্কিমের আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে পারফরম্যান্স অনুযায়ী নির্বাচিত ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ ম. আমানুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) অশোক কুমার সরকার, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল।

আলোচনা শেষে উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন।

এদিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৫ সালে দেওয়ায় অনেকের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়। বিষয়টি জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার সরকার জানান, “শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের নির্দেশনায় এ বছর থেকেই প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। এ বছরের সংবর্ধনার আয়োজন ছিল প্রথম, তাই কিছুটা সময় লাগলেও ভবিষ্যতে যথাসময়ে এ কর্মসূচি বাস্তবায়ন হবে।”

 

একুশে সংবাদ/জি.প্র/এ.জে

Link copied!