রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৬ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
রবিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারিজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চর বেনীনগর এলাকার আজাহার মণ্ডলের ছেলে মো. আতাহার মণ্ডল (২৬) ও একই ইউনিয়নের মহাদেবপুর এলাকার দাউদ মণ্ডলের ছেলে মো. আয়ুব মণ্ডল (২৭)।
সোমবার (২১ জুলাই) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, “মাদক নির্মূলে গোয়ালন্দঘাট থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে