AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়ির সামনে গৃহবধূর অনশন


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০১:৫৪ পিএম, ২০ জুলাই, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়ির সামনে গৃহবধূর অনশন

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছেন বিউটি খাতুন নামের এক গৃহবধূ। শনিবার (১৯ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নলডুবরী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিউটি খাতুন জানান, একই এলাকার সাদিকুল ইসলামের ছেলে আম ব্যবসায়ী আতিকের সঙ্গে তার দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক রয়েছে। একপর্যায়ে আতিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়। এমনকি শনিবার সকালে বিয়ের কথা বলে তাকে নিজ বাড়িতে ডেকে নিলেও পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির দরজায় বসে পড়েন তিনি।

অনশনরত বিউটি অভিযোগ করেন, "আমার সঙ্গে জোরপূর্বক সম্পর্ক করেছে। এখন বিয়ে করব বলে ডেকে পালিয়ে গেছে। আমি স্বামী-সংসার হারিয়েছি, এখন বিয়ে না করলে এই বাড়ির সামনেই আত্মহত্যা করব।"

স্থানীয়রা জানান, বিউটির স্বামী পরকীয়ার বিষয়টি জানার পর তাকে মারধর করে এবং সংসারে অশান্তি তৈরি হয়। পরে গ্রাম্য সালিশে তিনি ভুল স্বীকার করলেও তাদের সম্পর্ক চলমান ছিল।

প্রেমিক আতিকের পরিবারের সদস্যরা অনশনরত নারীর সঙ্গে দুর্ব্যবহার করে এবং কয়েকবার তাড়িয়ে দেন বলেও অভিযোগ ওঠে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য তোজাম্মেল হক জানান, “ঘটনার খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। কিন্তু ছেলেটি বাসায় না থাকায় কোনো সিদ্ধান্ত নেয়া যায়নি। পারিবারিকভাবে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে।”

আতিক ও তার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি এবং কেউ এ বিষয়ে মন্তব্য করতেও রাজি হননি।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Link copied!